রামু (কক্সবাজার) সংবাদদাতাঃ
রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের মৈষকুম গ্রামের ঐতিহ্যবাহী কবরস্হানটি দখল মুক্ত করেছে জনতা। জানাগেছে গ্রামের ঐতিহ্যবাহী ৪৩ শতকের কবরস্হানটি অবৈধ প্রভাব খাটিয়ে দীর্ঘ ৩০ বছর ধরে দখল করে রাখে একটি ভুমি গ্রাসী চক্র।
স্হানীয় জনসাধারন ইতিপুর্বে কবরস্হানটি দখল মুক্তের জন্য জোরালো দাবী করে আসলেও ওই চক্রের সাথে পেরে উঠেনি। ৮ সেপ্টেম্বর বুধবার সকালে কাউয়ারখোপ কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সমাজসেবক জাফর আলমের নেতৃত্বে স্হানীয় জনতা ঐক্যবদ্ধ হয়ে সার্ভেয়ারের মাধ্যেমে পরিমাপ করে কবর স্হানটি দখল মুক্ত করে।
এসময় এলাকাবাসীর মধ্যে ছিলেন সমজ সেবক আবদুচ্ছালাম, আবদুর রহমান,আলীহোছন, মোহাম্দ হোছন,নাজির হোছন সহ শতাধিক জনতা।
গ্রামবাসী জানায় দীর্ঘ দিন ধরে কবরস্হানটি দখল করে রাখায় গ্রামে কোন মানুষের মৃত্যু হলে ৩ কিঃ মিঃ দুরত্বে গিয়ে অতি কষ্টে কাউয়ারখোপ বাজারের পাশে কবরস্হানে দাফন করতে নিয়ে যাওয়া হতো।