ইসলাম মাহমুদঃ
কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ায় মিনিবাস ও ব্যাটারিচালিত অটোরিকশার (টমটম) সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় অন্তত তিনজন আহত হয়েছেন।
বুধবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডেইঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের মালাপাড়া এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে কামাল হোসেন (২০) এবং একই এলাকার আব্দুল আজিজের ছেলে রমজান আলী (২০)। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
রামু তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মোহসিন জানান, চকরিয়া সার্ভিস নামের একটি মিনিবাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত হয় আরও তিনজন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।