ঈদগাঁও প্রতিনিধিঃ
হাজার হাজার মানুষের উপস্থিতিতে ঈদগাঁও উপজেলার প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্টান পোকখালী এমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা মোক্তার আহমদ হুজুরের নামাজে জানাযা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ( ২৪ আগস্ট) সাড়ে ১১ টায় মাদ্রাসা মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন প্রয়াত মৌলানা মোক্তার আহমদের ছেলে মৌলানা আশরাফ আলী। মরহুম মৌলানা মোক্তার আহমদকে মাদ্রাসা প্রাঙ্গনে দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্র জানায়।
২৩ আগস্ট (সোমবার) ঈদগাঁওর একটি বেসরকারী ক্লিনিকে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। মরহুম মৌলানা মোক্তার আহমদ পোকখালী ইউনিয়নের মধ্যম পোকখালী গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর পিতার নাম অলি আহমদ। প্রয়াত মাওলানা মোক্তার আহমদ ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসা থেকে শিক্ষা জীবন শেষ করে ১৯৬৯ খ্রি. ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পোকখালী আজিজিয়া এমদাদুল উলুম মাদ্রাসাটি প্রতিষ্টা করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই মাদ্রাসার প্রতিষ্টাতা ও পরিচালক পদে নিযুক্ত ছিলেন। দাওরায়ে হাদিস শ্রেণি পর্যন্ত মাদ্রাসাটিতে বর্তমানে ২ হাজারেরও বেশী শিক্ষার্থী অধ্যরনরত আছে।