সিটিএন ডেস্কঃ
আফগানিস্তানের অর্থমন্ত্রী হবেন গুল আগা এবং ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হবেন সাদর ইব্রাহিম। নজিবুল্লাহ গোয়েন্দা সংস্থার প্রধান, মোল্লা শিরিন কাবুলের গভর্নর এবং হামদুল্লাহ নোমানি রাজধানীর মেয়র হবেন।
তালেবান আফগানিস্তানে নতুন অর্থমন্ত্রী, গোয়েন্দা সংস্থার প্রধান এবং ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছে। আজ মঙ্গলবার (২৪ আগস্ট) আফগান সংবাদ সংস্থা পাজহক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পাজহকের প্রতিবেদনে জানানো হয়েছে, আফগানিস্তানের অর্থমন্ত্রী হবেন গুল আগা এবং ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হবেন সাদর ইব্রাহিম। নজিবুল্লাহ গোয়েন্দা সংস্থার প্রধান, মোল্লা শিরিন কাবুলের গভর্নর এবং হামদুল্লাহ নোমানি রাজধানীর মেয়র হবেন।
এ বিষয়ে এখন পর্যন্ত আর কোনো তথ্য জানা যায়নি।