ফেসবুক থেকে সংগৃহিতঃ
কক্সবাজার শহরে চলাচল সম্পূর্ণ অনুপযোগী
প্রধান সড়কটি ভাঙ্গা গর্তসমূহ (বালি)দিয়ে ভরাট
করে দিয়ে চলাচল উপযোগী করুন।
মাননীয় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মেয়র মহোদয়ের বরাবরে জনস্বার্থে এই আমার লেখাটি। দয়াকরে আপনারা উভয়ে আমাদের কক্সবাজার বাসীর মহা বিপদে, মূল্যবান সময় দিয়ে,পরিদর্শন পূর্বক ,সমস্যা গুলো সমাধান করার উদ্যোগ গ্রহণ করুন আজই।
১, আপনারা উভয়ে সরকার দলীয় সিনিয়র দায়িত্ব প্রাপ্ত অভিজ্ঞ সম্মানিত রাজনৈতিক ব্যক্তিত্ব।
আগামী কাল ২২ আগষ্ট ফজরের নামাজের পর পুরো কক্সবাজার শহর ঘুরে ঘুরে দেখে সমস্যা গুলো চিন্তিত করুন। এরপর সিদ্ধান্ত নিতে পারিবেন অবশ্যই।
২, মানুষ একদিকে করোনা ভাইরাসের সমস্যায়, অন্যদিকে কঠোর লকডাউন দেশটাকে অচল করে দিয়েছে।সেই কঠিন অবস্থায় মানুষ অসহায় হয়ে পড়েছে।
শহরের একমাত্র প্রধান সড়কটির উপর দিয়ে গাড়ি চলাচল দুরের কথা,হাঁটা চলা পর্যন্ত অসম্ভব হয়ে পড়ছে।
এ দায় এড়াতে পারেন না কেউ।
* দায়িত্ব হলো আপনারা উভয়ে আমাদের কে এই করোন দশা হতে মহান আল্লাহর ওয়াস্তে মুক্তি দেয়া।
#পরামর্শঃ
ভাঙ্গা রাস্তায় ইট দিয়ে মেরামত করা যাবে না, ঐভাবে মেরামত করায় দূর্ঘটনা বাড়ছে প্রতিদিন। দিতে হবে বালি।
১, নালা গুলো হতে বালি সমূহ তুলে ভাঙ্গা গর্ত গুলোতে
ভরাট করে দেয়া।তাতে অসূস্হ রোগীদের কোনোবতে
কষ্ট করে হাসপাতাল সমূহে যাতায়াত করতে পারিবে।
২, নালাগুলো পরিষ্কার করে পানি চলাচলের উপযোগী করে রাখতে হবে সবসময়।তাতে ময়লা যূক্ত পানি সমূহ চলাচলের রাস্তায় আর উটিবেনা। পথচারীদের চলাচলে সুবিধা বেড়ে যাবে তাতে সন্দেহ নাই।
৩, দিনের বেলায় গাড়ি চলাচলে যানজট নিরসনে রাস্তার মধ্যখানে বাঁশের বাধ দিয়ে হবে।তাতে গাড়িগুলো ওভারটেক করবেনা, তখন কৃত্রিম যানজট তৈরি হবে না।
৪, বড় গাড়ি গুলো দিনের বেলায় শহরে মোটেও ঢুকানো নিসিদ্ধ করতে হবে।তাতে শহরে মোটেও যানজট থাকবেনা।
৫, উন্নয়ন কর্তৃপক্ষ এবং পৌরসভার কাজ যেসমস্ত ঠিকাদাররা করছে তাদের কঠোর নির্দেশনা দিতে হবে।যাতে কাজে অনিয়ম দুর্নীতি এবং দ্রুত লোকবল বাড়িয়ে দ্রুতগতিতে কাজ সমাপ্তের দিকে নিয়ে যেতে।
লেখাটা জনস্বার্থে অতিপ্রয়োজনীয় তাই লেখা।
আশা রাখবো মহোদয়গনের দৃষ্টিগোচর হবে এই লেখাটা পাওয়ার পর। তড়িৎ সিদ্ধান্ত গ্রহণের আহ্বান আবেদন করছি বিনীত ভাবে।
ভুল ত্রুটি ক্ষমাসুন্দর ভাবে দেখার আবেদন রহিল।
লেখক
রুহুল আমিন সিকদার,
সাবেক জাতীয় পার্টি থেকে
কক্সবাজার পৌরসভার মেয়র পদে নির্বাচনকারী।
রাজনৈতিক কর্মী।
সচেতন নাগরিক।