এইচ এন আলমঃ
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন হতে সায়মন আনুমানিক (১৩) ১ জন অটোরিক্সার চালক কিশোরের এর লাশ উদ্ধার করা হয়েছে । ১৩ আগষ্ট ২১ ভারুয়াখালী ঘোনপাড়া শিয়াল্লা মোরা এলাকায় হতে বস্তাবন্দি লাশটি স্থানীয়দের সহযোগিতায় কক্সবাজার সদর মডেল থানার পুলিশ উদ্ধার করে।
নিহত কিশোর রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড( বড় ধলিরছড়া ) গ্রামের হত দরীদ্র পরিবার ছাবের আহমদ ছেলে বলে জানা যায়।
সুত্রে জানা যায়, সায়মনকে অপহরণ করে নিয়ে নির্মম ভাবে খুন করা পর তার অটোরিক্সাটি নিয়ে যায় খুনিরা ।
এ ব্যাপারে কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাটি নিতান্ত দুঃখজনক ।আজ সন্ধ্যা ৬ টায় নিহতের লাশ উদ্ধার পূর্বক ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
অচিরেই খুনিদের আইনের আওতায় আনা হবে এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।