ইউসুফ বিন হোসাইন, চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ার রিংভংয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চিরিঙ্গা পৌরশহরের শপিং কমপ্লেক্সের টেকনেশিয়ান মো. জসিম উদ্দিন (৩০) নিহত হয়েছে। শুক্রবার (১৩আগস্ট) সকাল সোয়া ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ডুলাহাজারা মালুমঘাট রিংভং এলাকায় অ্যাম্বুলেন্স ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, উখিয়া পালংখালীর উদ্দেশ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছেড়ে আসা একটি লাশবাহী অ্যাম্বুলেন্স গাড়ির সাথে চকরিয়া শহর কেন্দ্রিক একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী টেকনেশিয়ান জসিম উদ্দিন গুরুতর আহত হয়।
তাকে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জসিম উদ্দিন চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নোয়াপাড়ার বাসিন্দা খলিল আহমদের ছেলে বলে জানা যায়।