
টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফের হোয়াইক্যং-বাহারছড়া ঢালার গহীন পাহাড়ে একটি গলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে পোশাক দেখে মৃতদেহটি সম্প্রতি অপহৃত সিএনজি চালক মাহমুদুল করিম (৩৯) এর বলে সনাক্ত করেছে তাঁর পরিবার।
বৃহস্পতিবার দুপুরে বনবিভাগ কর্তৃক ঝোপঝাড় পরিস্কার করার সময় পরিচ্ছন্নতাকর্মীরা গলিত মৃতদেহটি পায়।
গত ২৯ জুন রাত সাড়ে ৮টার দিকে হোয়াইক্যং ঢালা এলাকা থেকে অপহৃত হন মাহমুদুল করিম। তিনি উপজেলার বাহারছড়ার উত্তর শিলখালী এলাকার মৃত ছালেহ আহমেদের ছেলে।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর মোহাম্মদ জানিয়েছেন, ঝোপঝাড় পরিস্কার করার সময় হঠাৎ গলিত মৃতদেহ দেখতে অনিল চাকমা নামে এক পরিচ্ছন্নতাকর্মী। এ খবর ছড়িয়ে পড়লে ছুটে আসে দেড় মাস আগে অপহৃত মাহমুদুল করিমের পরিবার। তারা এসে উদ্ধারকৃত কাপড় আর বেল্ট দেখে কঙ্কালটি মাহমুদুল করিমের বলে নিশ্চিত হন। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।