সংবাদ বিজ্ঞপ্তিঃ
দেশে করোনা মহামারি কঠোর লকডাউন পরিস্থিতিতে ককসবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডের ব্যবসায়ী নেতা মোঃ নুরুল আমীনের সভাপতিত্বে ৩নং ওয়ার্ডের মুসলিম – অমুসলিম গরীব- অসহায় শ্রমিক কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি ছিলেন , বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী নেতা শিল্পপতি ফিরোজ আহমদ ওসমানী, বিশেষ অতিথি শহর শ্রমিক কল্যাণ সভাপতি বিশিষ্ট সমাজসেবক আমিনুল ইসলাম হাসান, বিশিষ্ট ব্যবসায়ী নেতা মাওঃ আবদুল গফুর, সাবেক কাউন্সিলর মনসুর আলম ও তরুণ সমাজসেবক আবদুর রশিদ প্রমুখ।
সামাজিক সুরক্ষার লক্ষ্য সকল পেশাজীবীদের টিকা গ্রহণের জন্য আহবান জানান বক্তারা।
এছাড়া গতবছরও লকডাউনে শ্রমিক -কর্মচারী ও গরীব অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ প্রতিবছর রমজান ও ঈদে ইফতার – ঈদ সামগ্রী বিতরণ করে আসছে ওই ব্যবসায়ী নেতা নুরুল আমীন।
চলমান লকডাউনে বাসায় থাকা মানুষগুলোর দুর্ভোগ পোহাতে হচ্ছে নানা সমস্যায়। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্বের বিষয়টি বিবেচনা করে সাধ্যমতো ওয়ার্ডের গরীব অসহায়দের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করাসহ
সামাজিক দুরত্ব বজায় রেখে টিকা গ্রহণের আহবান জানানো হয়।