নিজস্ব প্রতিবেদকঃ
সাহিত্যিকা পল্লী জামে মসজিদের দান বক্সের তালা ভেঙে টাকা চুরি করে নিয়ে যায়।চুরের দল দান বক্সের বড় বড় ২ টি তালা ভেঙ্গে টাকা চুরি করে।এখন প্রতি রাতেই এই পল্লীতে চুরি হচ্ছে। এর আগে সাহিত্যিকা পল্লী মসজিদ সংলগ্ন বাবুল মার্কেটে ফারুক সওদাগরের দোকানে তালা ভেঙ্গে মালামাল ও নগদ টাকা চুরি করে।
পর্যায়ক্রমে মরহুম ছৈয়দের বাড়ি,ফরিদের বাড়ি,মাষ্টার সেলিমের বাড়ি,শাপুর বাড়ি,নুরুল হাকিমের বাড়ি,হাফেজ ফারুকের বাড়ি,মুনু নাপিতের বাড়ি,আবু কালামের বাড়ি,আবদু সালামের মেয়ের বাসা,উবাইদুল্লার কলা বাগানের কলা চুরি হয়।স্হানীয়দের ধারণা লকডাউনে কাজকর্ম না থাকায় এবং জুয়ার টাকা জোগাড় করতে চুরি ছিনতাই বেড়ে গেছে।চুরি ছিনতাই বন্ধে এলাকার মুরুব্বিগন জরুরী বেঠক করার চিন্তা ভাবনা করছেন।
ফারুখ সওদাগরের দোকান চুরির বিষয়ে সদর মডেল থানায় সাধারন ডায়েরি করা হলে ও এখনো তদন্ত না হওয়ায় হতাশ হয়েছেন।অতচ শহর পুলিশ ফাঁড়ির পাশ্ববর্তী এলাকায় এভাবে চুরি বেড়ে যাওয়ায় সাধারণ জনগন গভীর ক্ষোভ ও দুঃখ প্রকাশ করছেন। সচেতন মহল এ ব্যাপার সরাসরি পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন।