বিশেষ প্রতিবেদকঃ
কক্সবাজার জেলার সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদেদর মানবিক সহায়তা প্রদানের জন্য ১০০ মেটিক টন চাল, নগদ ১০ লাখ টাকা ও ২ হাজার বস্তা শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসনের অকুলে এ ত্রাণ বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি শাখা-১ এর সিনিয়রর সহকারী সচিব মো: শাহজাহান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এর বিশেষ প্রচেষ্টায় এই বরাদ্দ দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।