নিজস্ব প্রতিবেদকঃ
উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩০টিরও বেশি বসতঘর পুড়ে গেছে।
মঙ্গলবার (২০ জুলাই) রাত পৌনে আটটার দিকে বালুখালী শিবিরের ৯ নম্বর ক্যাম্পের বি- ব্লকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান ঢাকা পোস্টকে বলেন, আগুনে রোহিঙ্গাদের ৩০টিরও বেশি বসতঘর পুড়ে গেছে। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। কী পরিমাণ ক্ষতি হয়েছে বা আগুনের সূত্রপাত কীভাবে তা জানতে একটু সময় লাগবে বলেও জানান এ কর্মকর্তা।