বিশেষ প্রতিবেদকঃ
করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম এর অংশ হিসেবে ১২ জুলাই ২০২১ কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝিনুক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ১৬৫ টি পরিবার, সুগন্ধা পয়েন্টের ১০০ জন ক্ষুদ্র ব্যবসায়ী, ১০০ জন বাবুর্চি ও বেয়ারা, ৩০ জন দিনমজুর ও ১৫ টি হতদরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
এছাড়া, সদর উপজেলায় কর্মহীন ২৪ পরিবারকে, পেকুয়া উপজেলায় ৩০০ জন দরিদ্র কৃষক, ২০০ জন দিনমজুর, ১৬০ জন কর্মহীন, ২০০ জন ক্ষুদ্র ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মহীন শ্রমিক, কুতুবদিয়াতে ২১ জন কামার, ০৪ জন হকার ও ৫০ জন হোটেল কর্মচারীকে, মহেশখালীতে মুচি-নাপিত ৪০ জন, সংবাদপত্র হকার ১২ জন, হরিজন সম্প্রদায়ের ২৫ জন, দোকান কর্মচারি ৮০ জন, রিক্সা চালক ১৫০ জন,
বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মহীন শ্রমিক ৪১৩ জন, ক্ষুদ্র ব্যবসায়ী ৭০ জন, হতদরিদ্র ৩০০জন, জেলে ৫০ জন ও ১০ জন ভিক্ষুকের মাঝে, রামু উপজেলায় ১২০ জন টমটম চালক, ৫৫ জন শপিং কমপ্লেক্সের কর্মচারী, ২১ জন সিএনজি চালক ও ২৬ জন মিনিবাস শ্রমিককে, উখিয়া উপজেলায় ২২ জন টমটম চালক, ৬১ জন মিনিবাস শ্রমিক ও ৫ টি নাপিত পরিবারকে, চকরিয়া উপজেলায় ৩৩০ জন কর্মহীন ফুটপাত দোকানদার, বিশেষ চাহিদা সম্পন্ন ৭২ জন ব্যক্তি, ১২১ জন হকার, ৮৪ জন টমটম চালক ও ৮০ টি কর্মহীন পরিবারের মাঝে এবং টেকনাফ উপজেলায় ১৪০ জন পরিবহন শ্রমিক ও হতদরিদ্র পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
পাশাপাশি, বেসরকারি অর্থায়নে আরও ৯২ টি পরিবারকে মানবিক প্রদান করা হয়েছে।
সমগ্র জেলায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে ৩৭০২ টি পরিবারকে, যার মধ্যে মানবিক সহায়তার হটলাইন ৩৩৩ থেকে প্রাপ্ত মেসেজের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে প্রদত্ত সহায়তা ছিলো ৪৬ টি।
করোনার প্রভাবে কক্সবাজার জেলায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিতে জেলা প্রশাসন নিরলস চেষ্টা করছে। আগামীতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।