
মহেশখালী প্রতিনিধিঃ
কার্যালয়ে গত বুধবার অনুষ্ঠিত মাসিক সভায় শ্রেষ্ঠ ওসি,শ্রেষ্ঠ এএসপি,শ্রেষ্ঠ এস আই ও এএস আইসহ ছয়টি ক্যাটাগরিতে নির্বাচিত করা হয়। পুরষ্কৃতরা হলেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.আবদুল হাই সিনিয়র সহকারী পুলিশ সুপার(এএসপি)মো.জাহেদুল ইসলাম,মহেশখালী থানার ওসি(তদন্ত)আশিক ইকবাল,এস আই আল আমিন,এস আই,মো.জহির,এএস আই মো.আকবর আলী।
কক্সবাজার জেলার পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম,তাদের সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।
এপ্রসঙ্গ মহেশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল হাই বলেন এ পুরষ্কার আমাকে আগামীতে জনগনকে আরও বেশী সেবা দিতে অনুপ্রেরণা জাগাবে।