নিজস্ব প্রতিবেদকঃ
লকডাউনের সপ্তম দিনে (৭ জুলাই) মোবাইল কোর্টের মাধ্যমে কক্সবাজার জেলায় ১৭২ জনকে মোট ১ লক্ষ ২৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মোট ৩০টি অভিযানে মামলা করা হয়েছে ১৬১ টি। তবে, এদিন কাউকে কারাদন্ড দেয়া হয় নি।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজি মাহমুদুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
তার দেয়া তথ্য মতে, দন্ডিত ব্যক্তির মধ্যে কক্সবাজার পৌর এলাকায় ৫১ জন, সদর ৮ জন, চকরিয়ায় ৩৩ জন, পেকুয়ায় ১১ জন, কুতুবদিয়ায় ১০ জন, মহেশখালী ১৬ জন, রামু ১২ জন, উখিয়া ২২ জন ও টেকনাফ ৯ জন।
কঠোর লকডাউনে জরুরি সেবা দেয়া দপ্তর-সংস্থা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ রয়েছে।