আলাউদ্দিন, উখিয়াঃ
কক্সবাজার জেলা প্রশাসনের অনুমতি ছাড়া উখিয়ায় অস্থায়ী পশুর হাট বসা যাবে না বলেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, এ বছর সড়ক প্রতিরোধ করে এমন কোনো অস্থায়ী পশুর হাটের অনুমতি দেওয়া হবে না। প্রশাসনের অনুমতিবিহীন কোনো অস্থায়ী পশুর হাট বসালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অস্থায়ী পশুর হাট বসাতে যারা আগ্রহী তাদের আজ বিকেল ৫টার মধ্যেই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর আবেদন করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কর্তৃক সম্ভাব্যতা যাচাই শেষে শুধুমাত্র উপযোগী অস্থায়ী হাটের প্রস্তাব জেলা প্রশাসকের নিকট অনুমোদন এর জন্য পাঠানো হবে। অনুমোদন পেলে হাট বসানো যাবে।
নিজাম উদ্দিন আহমেদ জানান, গত রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে এ ব্যাপারে সবাইকে অবগত করা হয়েছে। ৬ জুন আবেদন জমা দেয়ার শেষ দিন।