টেকনাফ প্রতিনিধিঃ
মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে এবার টেকনাফে এসেছে আরও দুটি বন্য হাতি। বড়টির উচ্চতা ৯ ফুট ও ছোটটির উচ্চতা ৭ ফুটের মতো। এ হাতি দুটি নাফ নদীর প্যারাবন এলাকায় ছোটাছুটি করছে।
আজ রবিবার (২৭ জুন ) বেলা ১১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া পরিবেশ টাওয়ারের পূর্ব পাশে নাফ নদীর প্যারাবন এলাকায় হাতি দুটি দেখতে পান স্থানীয় লোকজন।
বন বিভাগ ধারণা করছে, ভারী বৃষ্টিতে হাতি দুটি পানিতে ভেসে চলে আসতে পারে। হাতি দুটি উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ এ তথ্যটি নিশ্চিত করেছে।
গতকাল শনিবার (২৬ জুন ) টেকনাফের জালিয়াপাড়া এলাকা থেকে ৩০ থেকে ৪০ বছর বয়স্ক আরও দুটি মা হাতি উদ্ধার করে টেকনাফের বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়। এর আগে ২০২০ সালের ৪ আগস্ট মিয়ানমার থেকে সাঁতরে একটি মা হাতি এসেছিল।
সৈয়দ আশিক আহমেদ আরো বলেন, আজ রবিবার (২৭ জুন ) দুপুরের দিকে নাফ নদীর সাবরাং ইউনিয়নের নয়াপাড়া প্যারাবনে হঠাৎ করে দুটি হাতি দেখতে পান স্থানীয় লোকজন। এরপর বন বিভাগে খবর দিলে হাতি উদ্ধারকারী দলের কয়েকজন সদস্যকে নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বন বিভাগের কর্মকর্তারা। ওই হাতি দুটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। গতকাল উদ্ধার করা দুটির চেয়ে আজকের দুটি হাতি অনেক বড় প্রজাতির।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, হাতি দুটির মধ্যে একটি পায়ে আঘাত পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুপুর থেকে স্থানীয় লোকজন হাতি দুটি দেখতে ভিড় করছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, অতীতেও নাফ নদী অতিক্রম করে মিয়ানমার থেকে বন্য হাতি বাংলাদেশ আসার নজির রয়েছে। হাতিগুলো যাতে নিরাপদে বনাঞ্চলে ফেরত যেতে পারে, সে ব্যবস্থা নিচ্ছে বন বিভাগ।